খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

একদিনে হাসপাতালে ভর্তি ৩২১

চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানি ছাড়িয়েছে ৬০ জনে

খবর প্রতিবেদন |
০২:০১ এ.এম | ১৭ জুলাই ২০২৫


ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই প্রতিদিনই। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন ডেঙ্গু রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগের ১০ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন,  রংপুর বিভাগে ২ জন, সিলেটে ১ জন ডেঙ্গু রোগী রয়েছেন। 
গত ২৪ ঘণ্টায় ২৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১৪ হাজার ৬০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৬ই জুলাই পর্যন্ত সবমিলিয়ে ১৫ হাজার ৯০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ দশমিক ৮ শতাংশ এবং নারী ৪১ দশমিক ২ শতাংশ। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬০ জনের। 

্রিন্ট

আরও সংবদ