খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে পিতা-পুত্র নিহত

নড়াইল প্রতিনিধি |
০২:২৭ এ.এম | ১৭ জুলাই ২০২৫


নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় পিতা জাহাঙ্গীর শেখ (৬০) ও পুত্র নাহিদ শেখ (৩০) নিহত হয়েছে। তাদেরকে কুপিয়ে হত্যা করেছে  প্রতিপক্ষর। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মধ্যে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সাথে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার দু’পক্ষ শালিস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে  জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমিতে ধান রোপনের প্রস্তুতি নিতে যায়। এ সময় মান্দার শেখ ও তার ছেলেরাসহ পক্ষীয় লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জাহাঙ্গীর ও নাহিদ শেখকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। হামলায়  জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন,এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি,  হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ