খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

পাটকেলঘাটায় হাতির চাঁদাবাজি

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:০৩ এ.এম | ১৮ জুলাই ২০২৫


পাটকেলঘাটা ওভার ব্রীজের উপর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ৩টি হাতি দোকান পাঠ, যানবহন সহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণের কাছ থেকে করছে নিরব চাঁদাবাজি। রেহায় পাচ্ছে না কেও। 
৩টি হাতি সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় আসার পথে খুলনা সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, মাইক্রোবাস, মটরসাইকেল, মহেন্দ্র, ইজিবাইক, মটরভ্যান, কেউ এই হাতীর হাত থেকে রেহাই পাচ্ছে না। তাছাড়া ৫০ টাকার কম যদি কেউ দেয় টাকাটি ফেরত দিয়ে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে থাকছে। এদের মধ্যে থেকে বাকী দু’টি হাতি বাজারের ভিতরে প্রবেশ করে ছোট বড় সকল দোকানের ভিতর শুড় দিয়ে টাকা আদায় করছে। অনেক ব্যবসায়ীরা এদের টাকা দিবেনা বিধায় দোকান ফেলে অন্যত্র পালিয়ে ছিল। এদিকে হাতির চাঁদাবাজি দেখে অনেকে দোকান বন্ধ করে দিচ্ছে। কারণ হাতি ও তার মামুদের চাঁদার হার ছিল অনেক বেশি। কেও টাকা কম দিলে হাতির উপরে বসা মামুদ পা দিয়ে মাথায় চাপ দিলে হাতি অল্প টাকা ফেলে দিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। টাকা বেশি দেলি মামুদ হাতিকে টাকা নেওয়ার ইঙ্গিত দিলে হাতি শুড় দিয়ে টাকা নিয়ে মামুদের কাছে দিয়ে দেয়। হাতির চাঁদাবাজির যন্ত্রণায় পাটকেলঘাটার বিভিন্ন ব্যবসায়ী মহল অস্থির হয়ে পড়েছে। হাতি ও মামুদের চাঁদাবাজি প্রতিরোধ করার দায়িত্ব কাদের? এলাকাবাসীর প্রশ্ন।  

 

্রিন্ট

আরও সংবদ