খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

বাগেরহাটে বন বিভাগের ঠিকাদার তুহিনের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:০৩ এ.এম | ১৮ জুলাই ২০২৫


বাগেরহাটে আলোচিত জুলাই মাসের গণহত্যার অর্থদাতা হিসেবে অভিযুক্ত বনবিভাগের আউটসোর্সিং ঠিকাদার তুহিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের বনবিভাগের সামনে এ কর্মসূচি পালন করে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী ঘনিষ্ঠ ঠিকাদার গাজী এল.এ এর মালিক পক্ষ তুহিন সরকারি প্রভাব কাজে লাগিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তা ব্যবহার করছে সন্ত্রাসী কর্মকান্ডে। তাদের দাবি, শেখ তন্ময়ের প্রভাবশালী ছত্রছায়ায় তুহিন বহুদিন ধরে বনবিভাগে অনৈতিক প্রভাব বিস্তার করছে এবং তার অর্থায়নেই জুলাইয়ের ঘটনায় রক্ত ঝরেছে।
বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চাই। যারা গণহত্যার অর্থ জুগিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এবং তুহিনের শাস্তি দাবিতে স্লোগান দেন। তারা বনবিভাগ থেকে আউটসোর্সিং ঠিকাদারি বাতিলেরও দাবি জানান।

্রিন্ট

আরও সংবদ