খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফলে প্রচার মিছিল জামায়াতে ইসলামীর

খবর ডেস্ক |
১২:০৯ এ.এম | ১৮ জুলাই ২০২৫


আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ সফল করার লক্ষে প্রচার মিছিল, পথসভা ও র‌্যালি করে জামায়াতে ইসলামী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
বাগেরহাট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে ৭ দফার দাবিতে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করতে বাগেরহাটে মিছিল করা হয়েছে। বুধবার বিকেলে শহরের দশানী এলাকা থেকে মিছিলটি বের হয়। খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ভিআইপি মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। মিছিলে জামায়াতের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির এড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনূস, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মলি­ক, এড. মোস্তাইন বিল­াহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ অধ্যক্ষ আব্দুল আলিম, শেখ মনজুরুল হক রাহাদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল­াহ প্রমুখ। 
জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য  অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। 
ফুলতলা : আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ সফল করার লক্ষে ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ফুলতলা বাজারে এক প্রচার মিছিল বের করে। পরে ফুলতলা চৌরাস্তা চত্বরে উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল­ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও ফুলতলার তত্ত¡াবধায়ক মাস্টার শেখ সিরাজুল ইসলাম। সেক্রেটারী মাওঃ সাইফুল হাসান খানের পরিচালনায় পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি আলী আকবর মোড়ল, নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শেখ ওবায়দুল­াহ, থানা কর্ম পরিষদ সদস্য ড. আজিজুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, জামায়াত নেতা ফ ম আব্দুর রহমান, মাওঃ জুবায়ের হোসেন ফাহাদ, মাস্টার মফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, হাফেজ আলামিন গাজী, মাওঃ মুস্তাফিজুর রহমান, হাফেজ ইদ্রিস আলী, নূর আলী আকুঞ্জী, ইমরুল কায়েস নিথু, জাকারিয়া হুসাইন, জুলহাস মোল­া প্রমুখ।  
তালা (সাতক্ষীরা) : আগামী ১৯ জুলাই জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষে তালায় পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা শাখার আয়োজনে একটি র‌্যালি তালা উপশহর প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তৃতা করেন কেন্দ্রীয় সূরা সদস্য ও সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক। উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম পরিচালনা বক্তৃতা করেন শ্রমিক কল্যাণের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, খলিলনগর ইউনিয়নের আমির মাওঃ আকবর আলী প্রমুখ। এছাড়াও সংগঠনের অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটা (সাতক্ষীরা) : আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াত অফিসের সামনে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দরা।
শ্যামনগর (সাতক্ষীরা) :  আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদী হাসান বুলবুল, পৌর আমীর হারুন অর রশিদ সাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চিতলমারী বাগেরহাট: ৭ দফা আদায়ের ১৯ জুলাই দুপুর ২টায় ঢাকার সোহরাওয়াদী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখা মিছিল ও পথসভা করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় পথসভায় বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্না, সাবেক আমির মাওলানা মাসুম বিল­াহ ফরাজী ও পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ