খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলার প্রতিবাদে জামায়াতের প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ

খবর ডেস্ক |
১২:১০ এ.এম | ১৮ জুলাই ২০২৫


গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের“ পদযাত্রায়” আওয়ামী সন্ত্রাসীদের বাঁধা ও হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকার ন্যায় জেলা-উপজেলায় পর্যায়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।  
বাগেরহাট : এনসিপি মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের দশানি ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রদক্ষিণ শেষে দশানি ট্রাফিক মোড়ে এক সমাবেশে মিলিত হয়। 
সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির এড. শেখ আব্দুল ওয়াদুদ সহনেত্রীবৃন্দ। 
সাতক্ষীরা : গোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে মিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিবিরের সাবেক জেলা সভাপতি ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর ছাত্রশিবিরে সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ। 
মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
নড়াইল : গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের “পদযাত্রায়” আওয়ামী সন্ত্রাসীদের বাঁধা ও হামলার প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা জামায়াতের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় নড়াইল চৌরাস্তা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে কোট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর  আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল­াহ কায়সারসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
শরণখোলা (বাগেরহাট) : গোপালগঞ্জে এনসিপি’র সভায় হামলার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়। 
পথসভায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, নায়েবে আমীর ডাঃ ফজলুর রহমান, সেক্রেটারী মাওলানা মোস্তফা আমীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ছরোয়ার হুসাইন বাদল, যুব বিভাগের নেতা মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা গোপালগঞ্জে এনসিপির সভায় হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

্রিন্ট

আরও সংবদ