খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

শ্যামনগরের রেহানা ও ষষ্ঠীকে সংবর্ধনা দিলেন ইউএনও মোছাঃ রনী খাতুন

শ্যামনগর প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১৮ জুলাই ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী হকি খেলায় পদক পেয়ে ইতিহাস গড়ায় তাদের কে বিশেষ সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হকি খেলার কৃতি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠী কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।  
চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়ায় এ সংবর্ধনা দেয়া হয়। রেহানা শ্যামনগরের হায়বাতপুরের কওছার আলীর কন্যা। তার পিতা নকিপুর বাজারে সামান্য চায়ের দোকানের ব্যবসা করে মেয়ে রেহানা কে ঢাকা বিকেএসপিতে লেখাপড়া করান। কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের সুকান্ত রায়ের কন্যা ষষ্ঠী। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল। ১৩ জুলাই (রোববার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন। সংবর্ধনা অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, প্রত্যেক খেলায় কৌশলী হয়ে জয়লাভ করার দৃঢ় প্রত্যয় নিয়ে খেলতে হবে, কোন অবস্থায়তে মনোবল হারানো যাবে না, খেলার প্রতিটি মুহূর্তে জয় পরাজয় নিহিত, সময় কে গুরুত্বপূর্ণ মনে করে সদ্যবহার করতে হবে, স্বাস্থ্যের প্রতি যতœবান হতে হবে, লেখাপড়ার প্রতি ও খেলার প্রতি অধিক মনোযোগি হতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ার আলমগীর কবির রানা, শ্যামনগরের ফুটবল কোচ আক্তার হোসেন, রেহানার গর্বিত পিতা কওছার আলী, রাজগুল বাহার রাজু প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ