খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

বিএনপি ও তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা

খবর ডেস্ক |
১২:৩৮ এ.এম | ১৮ জুলাই ২০২৫


সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির  অবনতি, দেশে অস্থিতিশীল করার চেষ্টা ও বিএনপি ও তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জাতীয়তাবাদী যুবদল।
বাগেরহাট : বিএনপি ও তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল­ার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে পথসভায় মিলিত হয় নেতা-কর্মীরা। 
পথসভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল­া বলেন, যারা বিএনপি ও তারেক জিয়ার সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটি ইউনিয়নে যুবদলের যে পরিমাণ নেতা-কর্মী রয়েছে। সে পরিমাণ নেতা-কর্মী আপনাদের একটি জেলায়ও নেই। বিএনপি ও যুবদল কোন অপরাধ করে না। তারপরও আমাদের নামে অপপ্রচার চালানো হয়। আর যদি বিএনপি ও তারেক জিয়ার নামে কোন প্রচার চালানো হয়, তাহলে পুরো দেশ অচল করে দেওয়ার হুমকি দেন এই যুবদল নেতা।
মিছিল ও পথসভায় বাগেরহাট জেলা যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, সুমন পাইক, আবুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, শেখ জিয়াউর রহমান, শেখ দেলোয়ার হোসেনসহ জেলা যুবদলের হাজার হাজার নেতা-কর্মী মিছিলে অংশ নেন।
নড়াইল : সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির  অবনতি ও দেশে অস্থিতিশীল করার  চেষ্টার প্রতিবাদে নড়াইলে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের আয়োজনে এই উপলক্ষে নড়াইল শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে  থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে এসে শেষ হয়। জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলী হাসান, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 
কালীগঞ্জ (ঝিনাইদহ) : সারাদেশ আইনশৃঙ্খলার অবণতি ও গুপ্ত সংগঠনর নৈরাজ্যর প্রতিবাদে ঝিনাইদহ কালীগঞ্জে  কালীগঞ্জের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার বিকেলে শহরে যশোর রোডের বিএনপি’র দলীয় কার্যালয় সামনে থেকে  বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে  সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক গোলাম মোর্তজা জিকো সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এম শহিদুজ্জামান বেল্টুর  সহধর্মিণী জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মিসেস মুর্শিদাবাদ জামান পপি।
বিশেষ অতিিিছলেন জেলা বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, উপজেলা বিএনপি’র  সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সদস্য মিরু খাঁ, জেলা শ্রমিক দলের সদস্য হারুন বিশ্বাস, পৌর যুবদলের অন্যতম সংগঠক মোক্তার হোসেনসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
 

্রিন্ট

আরও সংবদ