খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

তৃষ্ণার জোড়া গোলে আবারও ভুটানকে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪০ এ.এম | ১৮ জুলাই ২০২৫


সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে দুই গোল করেন তৃষ্ণা রানী। অন্য গোলটি আসে স্বপ্না রানীর পা থেকে। 
ভুটানের বিপক্ষে এই জয়ে শিরোপাজয়ের সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। ৪ ম্যাচের সব কটিতে জিতে বাংলাদেশ এখন চার দলের টুর্নামেন্টে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা নেপাল তিন পয়েন্ট পেছনে। কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে আজ বেঞ্চের শক্তিটা আরও একবার বাজিয়ে দেখার সুযোগ নিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। মঙ্গলবার ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের মতো আজও একই প্রতিপক্ষের সামনে তরুণদের নিয়ে একাদশ সাজান এই ইংলিশ কোচ। তাতে গোল পেতে সংগ্রামই করতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের ১৪ মিনিটে তৃষ্ণা রানীর শট ভুটানের রক্ষণ দেয়ালে আটকা পড়ে। ১৬ মিনিটে আরেকটি আক্রমণ নষ্ট করে বাংলাদেশ। ডানপাশ ধরে এগিয়ে যাওয়া সিনহা জাহান শিখা প্রতিপক্ষ পোস্টের বাঁ পাশে থাকা শান্তি মার্ডিকে পাস দেন। কিন্তু মার্ডি বেশি কারিকুরি করতে গিয়ে সুযোগটা হাতছাড়া করেন। ২২ মিনিটে তৃষ্ণার আরেকটি চেষ্টা কর্নারের বিনিময়ে প্রতিহত করেন ভুটানের ডিফেন্ডাররা। ৩০ মিনিটে মিডফিল্ডে খানিকটা পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। বন্যা খাতুনকে উঠিয়ে পরীক্ষিত স্বপ্না রানীকে নামান তিনি। তিন মিনিট যেতেই স্বপ্নার বাড়ানো লং পাস ধরে ভুটানের জাল কাঁপান তৃষ্ণা। এই প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় গোল। নেপাল ম্যাচে তৃষ্ণার শেষ মুহূর্তের গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।
বিরতির পর গোলের সংখ্যা বাড়াতে একসঙ্গে তিন পরিবর্তন করে বাংলাদেশ। বন্যা খাতুন, আগের ম্যাচের হ্যাটট্রিক করা শান্তি মার্ডি ও কানোম আক্তারকে উঠিয়ে মুনকি আক্তার, জয়নব বিবি ও উমেলা মারমাকে নামানো হয়। তাতে আক্রমণের ধার বাড়লেও দ্বিতীয় গোলের জন্য আরও ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ৬৬ মিনিটে বক্সের মধ্যে বলের দখল হারায় ভুটান, সেই সুযোগ লুফে নিয়ে নিজের ও দলের জোড়া গোল পূর্ণ করেন তৃষ্ণা। এর আগে ৬২ মিনিটে ডি-বক্সে ভুটানের এক খেলোয়াড় ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু স্বপ্নার স্পটকিক পোস্টের পাশ দিয়ে চলে যায়। ৭৪ মিনিটে আর মিস করেননি স্বপ্না। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর শট পোস্টে লেগে ভুটানের গোললাইন অতিক্রম করলে তৃতীয় গোল উদ্যাপন করে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
এবারের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-২ গোলে আর তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় আসে। গতকাল ভুটানকে আবার হারানোয় ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট জমা করল মেয়েরা। চার দলের প্রতিযোগিতায় শ্রীলঙ্কা এখনো জয়ের মুখ দেখেনি। চার ম্যাচের চারটিই হেরেছে তাঁরা আর ভুটান চার ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। যে কারণে শিরোপা লড়াইয়ে টিকে আছে শুধু বাংলাদেশ ও নেপাল। ২১ জুলাই নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। 
 

্রিন্ট

আরও সংবদ