খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

শরণখোলায় হরিণের মাংসসহ দুইজন আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:৫৭ এ.এম | ১৮ জুলাই ২০২৫


পূর্ব সুন্দরবন থেকে বৃহস্পতিবার সকালে হরিণের মাংস পাচার করে নিয়ে যাবার পথে মাংসসহ দুইজন বনরক্ষীদের হাতে আটক হয়েছে। 
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার-নামক স্থানে টহলদানকালীন সময় ঢাকাগামী রাজীব পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৩১) বাসের সাইট বক্সের ভিতর তল­াশী চালিয়ে বস্তাবন্দি একটি ককসিটে ১০ কেজি হরিণের মাংসসহ ২ জন আসামিকে হাতে নাতে আটক করেন। আটককৃতরা হচ্ছে আঃ ছালাম (৪০) ও মোঃ জাকারিয়া (২৫)। হরিণের মাংসসহ ধৃতদের পরে শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে আসা হয়। 
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, হরিণের মাংসসহ আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে ঢাকা যাচ্ছিল। আটক আসামিদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে বাগেরহাট আদালতে  সোপর্দ করা হবে বলে এসিএফ জানিয়েছেন। 

্রিন্ট

আরও সংবদ