খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি উদ্ধার

অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

অভয়নগর (যশোর) প্রতিনিধি |
০১:০৩ এ.এম | ১৮ জুলাই ২০২৫


অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। 
যশোর ডিবি পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের এসআই (নিঃ) দেবব্রত ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত ১৫ জুলাই হতে ১৬ জুলাই দুইদিন ধরে কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার সাথে জড়িত আসামি মিন্টু গাজী (৩৬), মোঃ হাসানুর রহমান (৪০), মোঃ বিল­াল খাঁ (৩৮), মোঃ আবু হুরায়রা (২৫), মোঃ মেহেদী হাসান হৃদয় (২৮) দের গ্রেফতার করে। 
একপর্যায়ে আসামিরা পুলিশি জিজ্ঞাসাবাদের তারা স্বীকার করে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামি মিন্টু গাজী একটি বিদেশী পিস্তল আসামি হাসানুর রহমানের কাছে রেখে যায়।
এরপর তরিকুল হত্যার মাস্টারমাইন্ড এবং স্থানীয় নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি অপর আসামি বিল­ালের কাছে হস্তান্তর করে। আসামি বিল­াল কিছু দিন আগে পিস্তলটি অত্র থানাধীন বুইকারা এলাকার মেহেদী হাসানের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মেহেদী হাসান হৃদয় (২৮) কে গ্রেফতার করে। আসামি মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ ও দেখানো মতে তার বসতবাড়ির শয়ন কক্ষ হতে আলোচিত তরিকুল হত্যায় ব্যবহৃত একটি সচল বিদেশী পিস্তল(৭.৭৫) ও এক রাউন্ড গুলি (তাজা) উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ। এ সময় আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে (নং- ১২, তাং ১৭/৭/২৫)।
এ সময় গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ