খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে প্রবেশের দায়ে ৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:০৭ এ.এম | ১৮ জুলাই ২০২৫


নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৭ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। পশ্চিম সুন্দরবনের কাঠেশ^র ও খোবরাখালী খাল থেকে বুধবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় আটককৃত জেলেদের নিকট থেকে প্রায় ছয়শ কেজি কাঁকড়াসহ একশ কেজিরও বেশী মাছ উদ্ধার করা হয়। এছাড়া কাঁকড়া পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রলার, দু’টি নৌকা, মাছ ও কাঁকড়া শিকারের জালসহ বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করে বনকর্মীরা।
আটক জেলেরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে ইয়াকুব আলী সরদার (৬০), মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে কামরুল ইসলাম গাজী (৪২) ও মহাবক্ষত আলী (২৮), একই এলাকার আরশাদ মিস্ত্রির ছলে মুজিবর রহমান মিস্ত্রি (৫২), আব্দুল বারীর ছেলে জামাল উদ্দিন গাজী (৩৫), আব্দুল মাজেদের ছেলে তৌহিদ হোসেন (৩৮) ও ইলয়াস হোসেন গাজীর ছেলে শিমুল হোসেন (৩৫)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ফজলুল হক জানান, এখন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও কিছু মানুষ বনকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বনে যেয়ে মাছ বা কাঁকড়া ধরার চেষ্টা করে। নিয়মিত টহলে থাকায় বনকর্মীরা পৃথক অভিযানে সাত জেলেকে আটক করে। এ সময় কাঁকড়া বহনকাজে জড়িত একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার)সহ দু’টি নৌকা আটক করা হয়।
এ সময় তিনটি নৌযান থেকে আটক সাতজনকে বন আইনের পৃথক দু’টি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করার পাশাপাশি মাছগুলো বিনষ্ট করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ