খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

জুলাই হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:০৭ এ.এম | ১৮ জুলাই ২০২৫


জুলাই হত্যাকান্ডের খুনিদের  বিচার ও ১৭ বছর যাবত নির্যাতন, নিপীড়ন ও জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় সমাবেশে ছাত্ররা  তুমি কে? আমি কে?  রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে ওঠে খুলনা রোড মোড়ের কর্মসূচির স্থল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আরাফাত রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিনের সঞ্চালনয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের উপর হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা বিগত ১৫ বছর ধরে দেশের মানুষের উপর অত্যাচার-নির্যাতন, খুন, হত্যাসহ যে জুলুম চালিয়েছে তার বিচার হতে হবে। অওয়ামী সন্ত্রাসীদের কোনো ভাবেই ছাড় দেওয়া যাবে না।  প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে। এসময় এনসিপির নেতা-কর্মীদের উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের  দ্রুত গ্রেফতারের আহŸান জানান বক্তারা।

্রিন্ট

আরও সংবদ