খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

বাগেরহাট মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাইয়ুম আর নেই

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:১২ এ.এম | ১৮ জুলাই ২০২৫


বাগেরহাটের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও ইসলামী আন্দোলনের নেতা ও বাগেরহাট ইসলামী আদর্শ দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ কাইয়ুম (৫৫) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় হাড়িখালী নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। 
এদিন জোহরবাদ মরহুমের জানাজা বাগেরহাট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ছোট ছেলে মওলানা আল-মাশকুর। এ সময় তার ওস্তাদ, বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের মহাসচিব ও জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং চরমোনাইয়ের খলিফা আল­ামা নূরুল হুদা ফয়েজি, গহরডাঙ্গা মাদ্রাসার নাজিমে তালিমাত আল­ামা নূরুল ইসলামসহ জেলার শীর্ষ আলেম-ওলামা, ধর্মপ্রাণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বাগেরহাট শহরের সরুই বড় কবরস্থানে তাকে দাফন করা হয়। মাওলানা কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাওলানা মোঃ কাইয়ুম রণবিজয়পুর জামিয়াতুল হুমায়রা আল ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম, ধরাদোয়া পোলেরহাট তরানউল­াহ মাদ্রাসা ও নিজের জন্মস্থান মোরেলগঞ্জের তেলিগাতী মাদ্রাসারও প্রতিষ্ঠাতা। মাওলানা কাইয়ুম ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা, বাগেরহাট কোরআন শিক্ষা বোর্ডের সাবেক সেক্রেটারি এবং বাংলাদেশ মোজাহিদ কমিটির জেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন চালিতাতলা জামে মসজিদের খতিবের দায়িত্বও পালন করছিলেন।

্রিন্ট

আরও সংবদ