খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন ডুমুরিয়ার মাগুরাখালি ইউপি চেয়ারম্যান বিমল সানা

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৫৬ এ.এম | ১৯ জুলাই ২০২৫


হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন ডুমুরিয়ার ১৪নং মাগুরখালি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা (৬৫)। শুক্রবার দুপুরে শিবনগর-চটচটিয়া মহাশ্মশানে তার মরদেহ অন্তেষ্টিক্রিয়া সমপন্ন করা হয়। 
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে খুলনার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওই রাতেই তার মরদেহ উপজেলার শিবনগরস্থ নিজ বাড়িতে আনা হয়। এরপর বৃহস্পতিবার সকালে মাগুরখালি ইউনিয়ন পরিষদ চত্বরে তাঁকে জানানো হয় শেষ শ্রদ্ধা। এ সময় আত্মীয়-স্বজন ও পরিষদের সদস্য ছাড়াও উপস্থিত শুভাকাক্সক্ষীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে নেয়া হয় পাতিবুনিয়া গ্রামস্থ পৈত্রিক বাড়িতে। এরপর দুপুর ১২টার দিকে শিবনগর শ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। 
তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, কিডনি ও হার্টসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ১ পুত্র, ১ কন্যা, স্ত্রী দুই ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। 
বিমল কৃষ্ণ সানা চার বার মাগুরখালি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আমলে এলাকায় গ্রাম্য অবকাঠামো রাস্তাঘাট, কালভার্ট, খেলারমাঠ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। তিনি সামাজের অবহেলিত বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন। ফলে নিজ কর্মগুনে এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তা ও গ্রহণ যোগ্যতা প্রকাশ পায়। সকলের কাছে হয়ে ওঠেন প্রিয় চেয়ারম্যান বিমল সানা। তার আমলে ইউনিয়নের প্রত্যন্ত জনপদের সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে এক নজর দেখতে এবং শেকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাতে ওই বাড়িতে ছুটে যান রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার বিভিন্ন শ্রেণির পেশার নারি পুরুষ। 
এদিকে শোকাহত পরিবারের গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জহুরুল হক, মনোজিত বালা, শেখ হেলাল উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম হেলাল, সুরঞ্জিত বৈদ্য, মনোরঞ্জন দাস, মাহাবুব রহমান মোল্যা, গাজী হুমায়ুন কবির বুলু, অধ্যক্ষ সমারেশ মন্ডল। অপর দিকে বিএনপি নেতা অরুণ কুমার গোলদার, সরদার আব্দুস সালাম, জামিনী বালা, সরদার জাকির হাওলাদার, সাগরদাশ মন্ডল, মিহির সরকার, প্রফুল্য মন্ডল, নিত্যানন্দ গোলদার, আব্দুর রহিম গাজী, প্রভাষক সুক্রিতি মন্ডল, প্রধান শিক্ষক তন্ময় মন্ডল, চিত্ত সানা, ইউপি সদস্য মহাদেব বৈরাগী, শেখ আব্দুল হালিম মুন্না, দেবব্রত সরদার, ধর্মদাশ রায়, ভবেন্দ্রনাথ বৈরাগী, গোপাল হালদার, আহম্মেদ সরদার, শশাঙ্ক মন্ডল, সুভাষ মন্ডল, সঞ্জয় সানা, লাভলী বিশ্বাস, প্রমিলা মন্ডল, স্বরসতী মন্ডল, ইউপি সচিব আব্দুল হালিম হাওলাদার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ