খুলনা | বুধবার | ৩০ জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২

নগরীতে অতিরিক্ত মদ্যপানে শালা-দুলাভাইসহ পাঁচজনের মৃত্যু, লাইফসাপোর্টে আরেকজন

নিজস্ব প্রতিবেদক |
০৭:৫৫ পি.এম | ১৯ জুলাই ২০২৫


নগরীর বয়রা পূজাখোলা এলাকায় অতিরিক্ত মদ্যপানে শালা-দুলাভাইসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সোনাডাঙ্গা থানাধীন বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে। এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এছাড়া অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে উজ্জ্বল ও সাত্তার নামের আরও দু’জনকে ভর্তি করা হয়েছে। 
সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেন। তবে দিনের বেলায় মৃত্যুর ঘটনা ঘটলেও জানাজানি হয় শনিবার সন্ধ্যার পরে। লোক লজ্জার কারণে মৃতুদের পরিবারের সদস্যরা বিষয়টি লুকানোর চেষ্টা করে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সাথে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যু বরণ করেন। ওই পাঁচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হয়।
পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সাথে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যু বরণ করেন। ওই ৫ জনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হয়। 
সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, বাবু, সাবু, তোতা এবং গৌতম চারজন মারা  গেছে। রাতে সাবু এবং বাবুর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে এনেছে পুলিশ। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির জানান, অতিরিক্ত কিংবা বিষাক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে কি-না, এটা ময়নাতদন্ত শেষে জানা যাবে। নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।  

্রিন্ট

আরও সংবদ