খুলনা | রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২

বিপ্লব সাহা লব স্মরণে প্রার্থনা সভা ও পূজা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৩ এ.এম | ২০ জুলাই ২০২৫


খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ ও সদর থানার যৌথ উদ্যোগে সদর থানা পূজা পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক স্বর্গীয় বিপ্লব সাহা লবের ২য় মৃতুবাষির্কী উপলক্ষে তার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় এক প্রার্থনা সভা ও পূজা শনিবার বিকেল ৫টায় শ্রীশ্রীকালীবাড়ি কয়লাঘাট মন্দিরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যনার্জী, সাংবাদিক প্রবীর বিশ্বাস, বাবলু বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, ভবেশ সাহা, সুজিত মজুমদার, অলোক দে, রবীন দাস, নারায়ন দাস, সুশীল দাস, নুপুর দাস, উজ্জ্বল সরকার, বিকাশ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু  সরকার, সহ-সভাপতি উজ্জ্বল রায়, মানিক শীল, শুভাগত দত্ত, রাজ কুমার শীল, দ্বিপ কুমার দাস, দিপ্ত রায়, নিলয় দাস, শুভ শর্মা, কার্তিক রায়, তপু দাশ, নিমো দাস, অপূর্ব বাগল, শুভ দে, অমিত সাহানী, সুমিত সাহা, মিঠুন সাহা, দিব্য সাহা, অভিজিৎ দাস লবি, দীপক দত্ত, পরিতোষ সরকার, মনজ দাস পল্টু, তাপু রায় বান্টু, অসীম দাস প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ