খুলনা | রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২

যশোরে গাঁজাসহ দুইজন গ্রেফতার মোবাইল কোর্টে দণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২১ এ.এম | ২০ জুলাই ২০২৫


যশোরে মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা (১৯ জুলাই) সদরের মন্ডলগাতী এলাকায় এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হল মোঃ মতলব খাঁ (৫৫) ও মোঃ সুমন হোসেন (৩৮)। তারা উভয়ে মন্ডলগাতী এলাকার বাসিন্দা।  
পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদার তাদের দণ্ড প্রদান করেন। মতলব খাঁকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক টাকা অর্থদণ্ড এবং সুমন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
 

্রিন্ট

আরও সংবদ