খুলনা | বুধবার | ৩০ জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

নড়াইল প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ২০ জুলাই ২০২৫


নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যখালী গ্রামের জাফরশেখ গ্র“পের সাথে একই গ্রামের নূর ইসলাম ও রোস্তম গ্র“পের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার বিকেলে জাফর শেখের এক সমর্থককে প্রতিপক্ষ রোস্তম গ্র“পের লোকজন মারধর করার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্রাদি নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন কমবেশি আহত হয়। এদের মধ্যে আলমগীর শেখ, রহমান সরদার, এসকেন সরদার, মহাসিন সরদার, মাহিম, রোস্তম সরদার, লিমন সরদার, শরিফুল মোল­া, কেসমত মোল­া, শফিক মোল­া, রেহাব মোড়ল, সাদ্দাম সিকদার, নুর ইসলাম ও সৌরভ সিকদারকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতির শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, ঘটনায় জড়িত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ