খুলনা | বুধবার | ৩০ জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২

মোংলায় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি |
০২:৪৭ পি.এম | ২০ জুলাই ২০২৫


মোংলায় মারুফ বিল্লার বাড়ির পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২০ জুলাই) সকালে পুকুরে গোসল করতে গেলে পুকুরের ঘাটের মাথায় বাধানো প্লাষ্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় একটি ব্যাগ ভাসতে দেখে এক নারী। বিষয়টি বাড়ির মালিককে জানালে তার পর পরই পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে সেখান থেকে বস্তার খুলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

মোংলা থানা পুলিশ ও বাড়ির মালিক মারুফ বিল্লাহ জানান, রোববার সকালে তার ভাড়াটিয়া পুকুর ঘাটে গোসল করতে গেলে ঘাটের সামনে একটি নিল রঙ্গের মোড়ানো একটি বস্তা ভাসতে দেখে বাড়ির মালিককে জানানো হয়। বাড়ির মালিক মোঃ মারুফ বিল্লাহ সেই বস্তা খুলে একটি শিশু পুত্র সন্তানের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় বাড়ির মালিক মারুফ বিল্লাহ। খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। বস্তাবন্দি নবজাতকটি পুরুষ বলে শনাক্ত করে পুলিশ। তবে মরদেহটি মারুফ বিল্লার বাড়ির পুকুর ঘাটে পাওয়ায় সন্দেহ আরো ঘনিভুত হয়। লাশটি পাশ্ববর্তী কোন বাড়ি থেকে বা অন্য কোন স্থান থেকে এনে তাকে ফাসাঁনোর জন্য এই পুকুরে ফেলা হয়েছে তা নিয়ে পুলিশের অনুসন্ধান চলছে। পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সতর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে স্থানীয়দের সন্দেহ যে কোন নারী অবৈধ গর্ভধারণ করায় লোক লজ্জার ভয়ে ভুমিষ্ট হওয়া নবজাতককে পানিতে ফেলে দিতে পারে বলে মনে করেন এলাকার অনেকেই।

এলাকাবাসীর দাবী, কে এ ঘটনার সাথে জড়িত আবার কেনই বা অন্যের পুকুরে ফেলে মারুফ বিল্লাহকে ফাসাঁতে চেয়েছে পুলিশ তদন্ত করে ন্যাক্কারজনক এমন ঘটনা কঠোর শাস্তির ব্যাবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুকুরের ঘাট থেকে প্লাষ্টিকের বস্তায় মোড়ানো নব্য শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান চলছে, তদন্ত করার পর আসল বিষয়টি বেরিয়ে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

২০২২ সালে কুমারকালীর মাছমারা এলাকায় খালে ভাসমান এক নারী নবজাতকের লাশ উদ্ধার করেছিল পুলিশম। 

্রিন্ট

আরও সংবদ