খুলনা | সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২

যশোরে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৫ এ.এম | ২১ জুলাই ২০২৫


দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে যশোরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। রোববার পৌর উদ্যান ও উপ-শহর পার্কে জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে শহিদদের নামে ৬৮টি গাছ রোপণ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, ফ্যাসিস্ট শাসন পতনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি অম্লান রাখতে শহিদদের নামে গাছ রোপণ করা হচ্ছে।
অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আগামীতে ক্ষমতায় এলে শহিদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্র“তি দিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের টি এস আইয়ূব, জেলা কৃষক দলের আহŸায়ক অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।
জেলা বিএনপি’র তথ্য অনুযায়ী, যশোর পৌর উদ্যানে সদর, শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ৪৬ জন এবং উপ-শহর পার্কে মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া ও অভয়নগরের ২২ জন শহিদের নামে বৃক্ষরোপণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ