খুলনা | সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২

ভান্ডারিয়ায় ক্লিনিকে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ২১ জুলাই ২০২৫


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বোনের সিজার করাতে এসে ক্লিনিকের ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুমী আক্তার (৩২) নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ভাণ্ডারিয়া পৌর শহরের লাবণ্য ক্লিনিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভাণ্ডারিয়া উপজেলার ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমূলা গ্রামের বাদল মোল­ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তার বোন সুমাইয়া এর সিজারিয়ান অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করাতে আসে পরিবার। সেখানে অবস্থানকালে তার ধোয়া কাপড় ছাদ থেকে উড়ে গিয়ে পাশে অবস্থিত মসজিদের ওযুখানার ছাদে পড়ে। কাপড়টি নামাতে গিয়ে তিনি একটি এ্যালুমিনিয়ামের পাইপ ব্যবহার করেন। অসাবধানতাবশত সেটি পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে সুমী বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত অবস্থায় পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘটনার খবর শুনেই আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। সুমীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বিষয়টির আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ