খুলনা | সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২

খুলনায় হোমিও ফার্মেসীর আড়ালে বাংলা মদের ব্যবসা ভুয়া ডাঃ শেখ মোসলেম আলীর

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ২১ জুলাই ২০২৫


নগরীর বৈকালী বাজার মাতৃসদন হোমিও ফার্মেসীর আড়ালে বাংলা মদ বিক্রির অভিযোগ দীর্ঘ দিনের। ফার্মেসীর কথিত ডাক্তার শেখ মোসলেম আলী এবং তার ছেলে-মেয়ে মদ ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগ এনেছেন খুলনা হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ী ও চিকিৎসক সমিতি। 
সমিতির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা বাংলা মদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে মোসলেম আলীর ছেলে ও মেয়ে মদ বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটক হয়।
গত ১৯ জুলাই বিষাক্ত এ মদ পানে ৫ জনের মৃত্যু হয়। সমিতির বিবৃতিতে বলা হয়েছে, শেখ মোসলেম আলী কোন হোমিও চিকিৎসক নয়। তার কোন সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন নেই। এমনকি হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবায়ী সংগঠনের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। 
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, খুলনা হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ী ও চিকিৎসক সমিতির পক্ষে ডাঃ এনএম শামীমুল ইসলাম, ডাঃ সৈয়দ আবু সাইদ, ডাঃ জাকিরুল ইসলাম, ডাঃ মানিক লাল চন্দ্র, ডাঃ মোঃ ফারুক হুসাইন, ডাঃ খায়রুল আলম, ডাঃ শামসুদ্দিন খোকন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ