খুলনা | সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২

অনলাইনে জিডি-সেবা চালু হলো খুলনা ও বরিশালের সব থানায়

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৭ এ.এম | ২১ জুলাই ২০২৫


বাংলাদেশ পুলিশের নাগরিক বান্ধব সেবা কার্যক্রমের অংশ হিসেবে খুলনা ও বরিশাল রেঞ্জের সব জেলার থানায় এবং খুলনা-বরিশাল মেট্রোপলিটন পুলিশের সব থানায় আজ সোমবার থেকে চালু হলো সব ধরনের অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। এতে ঘরে বসেই অনলাইনে জিডি করার সুযোগ পাবেন এ দুই অঞ্চলের মানুষ। 
রোববার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি-সেবা সহজ ও নাগরিক বান্ধব করতে ‘অনলাইন জিডি’ সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এর ফলে এখন ঘরে বসেই নাগরিকরা যেকোনো ধরনের জিডি অনলাইনে করতে পারবেন। এর আওতায় এখন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ মিলিয়ে ৪৫৭টি থানায় অনলাইন জিডি-সেবা চালু রয়েছে।
নতুন করে সোমবার (২১ জুলাই) থেকে খুলনা ও বরিশাল রেঞ্জসহ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন ১২২টি থানায় অনলাইন জিডি-সেবা চালু করা হচ্ছে।
এই সেবা নিতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ ‘ঙহষরহব এউ’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে একাধিকবার জিডি করা যাবে, নতুন করে রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না।
রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনও অসুবিধা হলে সহায়তা পেতে যোগাযোগ করা যাবে হটলাইন নম্বরে ০১৩২০০০১৪২৮। হটলাইনটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় দ্রুততম ও সহজ পদ্ধতিতে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিশ্র“তিবদ্ধ।
খুলনা রেঞ্জ : ৬৪ থানায় মধ্যরাত থেকে চালু হয়েছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। রোববার বিকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবা নিতে ‘ঙহষরহব এউ’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক বলেন, রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২ টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। মধ্যরাতে ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।
তিনি বলেন, সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত। এখন সব ধরনের ঘটনার জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে।
সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি অনলাইনে করা যেত। কিন্তু নতুন এ উদ্যোগের মাধ্যমে খুলনা ও বরিশাল রেঞ্জ এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীন মোট ১২২টি থানায় এখন থেকে সব ধরনের জিডি অনলাইনে করা যাবে।

্রিন্ট

আরও সংবদ