খুলনা | সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২

কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

‘বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মিথ্যাচার ষড়যন্ত্রে লিপ্ত’

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ২১ জুলাই ২০২৫


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র বিরুদ্ধে কুৎসা রটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। একটি গোষ্ঠী বিভিন্ন নামে বিভক্ত হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচীপুর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মিথ্যাচারের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অতীতেও ব্যর্থ হয়েছে আর বর্তমানেও সফল হবে না। 
রোববার বেলা সাড়ে ১১টায় শহিদ হাদিস পার্কে “দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪-এর জুলাই আগস্ট গনঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মহানগর কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জুলাই গণঅভ্যুথানের এক বছরের মাথায় এসেও জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া দেশবাসীর জন্য দুর্ভাগ্যের বিষয়। গণতন্ত্রের স্বপ্ন দেখেই এই দেশে গত ১৬ বছর আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে জুলাই-আগস্টের আকাক্সক্ষা ভুলুণ্ঠিত হবে। তারেক রহমান ও বিএনপি’র বিরুদ্ধে যারা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন তারা কেউ কেউ নিজেদেরকে ইসলাম ও জুলাই চেতনার সোল এজেন্ট বলে দাবি করছেন। ইসলাম ও জুলাইয়ে চেতনার ইজারা এদেশের জনগণ কারও কাছে দেয়নি। ইসলাম ও জুলাইয়ের চেতনাকে যারা বিক্রি করছে তারা মূলত গণতন্ত্রের শত্র“। 
খুলনা মহানগর কৃষক দলের আহŸায়ক আখতারুজ্জামান তালুকদার সজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব আদনান ইসলাম দ্বীপের পরিচালনায় কর্মসুচিতে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, বিএনপি নেতা রেহানা ঈসা, আশরাফুল আলম খান নান্নুসহ বিএনপি ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  পরে নেতৃবৃন্দ হাদিস পার্কে ‘বকুল গাছ’ রোপণের মাধ্যমে নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং উপস্থিত অতিথিদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

্রিন্ট

আরও সংবদ