খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

দিয়া বাড়িতে বিমান বিধ্বস্ত, তারকাদের প্রার্থনা

খবর বিনোদন |
০৩:৪৭ পি.এম | ২১ জুলাই ২০২৫


রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে সামাজিক মাধ্যম সরগরম হয়ে পড়েছে বিমান বিধ্বস্তের ঘটনায়। নেটিজেনরা উদ্বিগ্ন। বিষয়টি নাড়িয়েছে বিনোদন অঙ্গনের তারকাদেরও।

নিজের ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’

কেয়া পায়েল লিখেছেন, ‘যার হারায় সে বোঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’

সালহা খানম নাদিয়া, ‘উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ফাইটার বিমান বিধ্বস্ত হলো! আল্লাহ সবাইকে হেফাজত করুক।’

চিন্তিত অভিনেতা রাশেদ সীমান্তও। নেটিজেনদের উদ্দেশ্য করে লিখেছেন, উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত...। আপনার পরিবারের কোনো শিক্ষার্থী থাকলে খোঁজ নিন।’

রওনক হাসানের প্রার্থনা, ‘উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ মাঠে,ক্যান্টিনে এফ 7 ফাইটার বিমান বিধ্বস্ত! আল্লাহ সহায় হোন।’

কণ্ঠশিল্পী পড়শি লিখেছেন, ‘সকল শিক্ষার্থী এবং আক্রান্ত সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাদের সকলকে রক্ষা করুন এবং আরোগ্য দান করুন।’

জানা গেছে, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় শিক্ষার্থীদের দিগ্বিদিক্ ছোটাছুটি করতে দেখা গেছে। তথ্য বলতে, বিমান বাহিনীর এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। উডার কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

্রিন্ট

আরও সংবদ