খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

দুর্বৃত্তদের হামলায় ৪ বনরক্ষী আহত

মোংলা প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ২২ জুলাই ২০২৫


পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ৪ জন বনরক্ষী আহত হয়েছেন। রোববার ভোর রাতে এ সকল দুর্বৃত্তরা সুন্দরবন থেকে শুঁটকি মাছ পাচাঁর করে নিয়ে যাবার সময় বনরক্ষীরা তাদের আটক করতে গেলে তাদের উপর এ হামলা চালানো হয়। আহতদ ৩ বনরক্ষীকে শরণখোলা উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এর মধ্য থেকে একজনকে গুরুতর অবস্থায় সোমবার বিকালে বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস সোমবার রাতে মোবাইল ফোনে জানান, গোপন সংবাদের সুত্রধরে হরিণটানা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মন্ডলের নেতৃত্বে  একদল বনরক্ষী রোববার (২০ জুলাই) ভোর রাতে ধানসাগর ফরেষ্ট স্টেশনের কলামুলা খাল এলাকায় অভিযান চালনো হয়। সময় একটি ট্রলারে শুঁটকি মাছ পাচার করে নিয়ে যেতে দেখে তাদের আটকের জন্য দিকে এগিয়ে যায়। এসময় বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত ট্রলার চালিয়ে পালানোর চেষ্টা করে। বনরক্ষীরা এ সকল দুর্বৃত্তদের আটকের জন্য চতুর্দিকে কটোন করলে শুটকি ট্রলার আরোহী ১২ দুর্বৃত্ত জোটবদ্ধ হয়ে বনরক্ষীদের উপর ঝাপিয়ে পড়ে এবং বেদরা মারপিট করে তাদের নদীতে ফেলে দেয়। বনরক্ষীরা নদীতে পড়ে গেলে দুর্বৃত্তরা বনরক্ষীদের ট্রলারটিও নিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় আহত চার বনরক্ষীরা হলো হরিণটানা অফিস ইনচার্জ সুবল মন্ডল (৩১), আরমান দারিয়া (২৫), আবুল হাসান (২৭) ও আব্দুল গফুর (৪৭)। এদের বিকেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তাদের মধ্যে হরিণটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার (২১ জুলাই) বিকালে বাগেরহাট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
এদিকে, হামলাকারীদের মধ্যে দুইজনকে বনরক্ষীরা চিনতে পেরেছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান এসিএফ দিপন চন্দ্র দাস।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল­াহ বলেন, সুন্দরবনের বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি এজাহার দাখিল হয়েছে, যা নিয়ে মামলা প্রস্তুতি চলছে । 

্রিন্ট

আরও সংবদ