খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ২২ জুলাই ২০২৫


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর প্রকাশ করেছে বিভিন্ন মহল।
খুবি উপাচার্য : বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ, নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
তিনি আরও বলেন, যারা এই দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন, সেইসব শোকসন্তপ্ত পরিবারের প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। 
খুলনা খান বাহাদুর আহছানউল­া বিশ্ববিদ্যালয় : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় কেকেবিএইউ পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম।
এক শোকবার্তায় তিনি বলেন, ভয়াবহ এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। আমরা কোমলমতি শিক্ষার্থী, বিমানের পাইলট এবং নিহত অন্যান্যদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করি। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
মহানগর ইসলামী আন্দোলন : রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এতে বিমান কর্মকর্তাসহ একাধিক নিহত ও শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। এ মর্মান্তিক ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর বিবৃতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি।
বিবৃতিদাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল­াহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম কাবির, মেহেদী হাসান সৈকত, মোঃ হুমায়ুন কবির, মুফতি এছাহাক ফরিদী, ফেরদৌস গাজী সুমন, মোল­া রবিউল ইসলাম তুষার প্রমুখ নেতৃবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ