খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

ঢাকায় বিমান বিধক্ষস্ত হয়ে নিহত-আহতের ঘটনায় খুলনা বিএনপির গভীর শোক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ২২ জুলাই ২০২৫


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধক্ষস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ । 
বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান বিধক্ষস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিক্ষার্থী শিশুদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক, হৃদয়বিদারক এবং শোকে স্তব্ধ হয়ে ভাষা হারিয়ে ফেলার মত এক ঘটনা। এধরণের দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। 
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল­াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, মো. শাহজাহান, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ