খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

রূপসা ও তেরখাদায় পৃথক অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নেতা হেলাল

ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে কখনো কোনো শিক্ষা পূর্ণাঙ্গ হয় না

রূপসা ও তেরখাদা প্রতিনিধি |
০২:০৬ এ.এম | ২২ জুলাই ২০২৫


বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে কখনো কোনো শিক্ষা পূর্ণাঙ্গ হয় না। এ কারনে বর্তমানে প্রচলিত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে সম গুরুত্ব দিয়ে শিক্ষা গ্রহনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। তিনি তার বক্তব্য  খুলনা অঞ্চলের পিঠাভোগ গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষদের ভিটা সম্পর্কিত ইতিহাস, কবি আবুল হোসেনের ইতিহাস এবং খুলনা ও রূপসার আদি ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মান উন্নয়নে দার্শনিক এবং শিক্ষক সক্রেটিসের জীবনী তুলে ধরে তাদের পথ অনুসরন করতে বলেন। তিনি আশা করেন আগামীতে এই কৃতি শিক্ষার্থীদের মাঝ থেকে অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, এবং বড় বড় কর্মকর্তা হয়ে দেশ পরিচালনায় নেতৃত্ব প্রদান করবে। তিনি আরও বলেন শিক্ষার মান উন্নয়ন নিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিলো অতুলনীয়। তিনি যতদিন বেঁচে ছিলেন দেশের শিক্ষার মানকে উন্নত করতে কাজ করে গেছেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য কাজ করে যেতে হবে।
তিনি  গতকাল ২১ মার্চ বিকেলে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে রূপসা থানা পূর্ব ও উত্তর ছাত্রদল আয়োজিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল­া খায়রুল ইসলাম, জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া সাইফুর রহমান, দিঘলিয়া বিএনপি’র সভাপতি সাইফুর রহমান মিন্টু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, জেলা মহিলা দলের সভাপতি এড. তসলিমা খাতুন ছন্দা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, রূপসা পূর্ব ছাত্রদলের আহবায়ক মোঃ জাকারিয়া।
রূপসা উত্তর ছাত্রদলের আহবায়ক হৃদয় আহমেদের সভাপতিত্বে এবং পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব সেখ আবু সাঈদ ও উত্তর ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা বিএনপি’র সদস্য নাজমুস সাকিব পিন্টু, মোল­া রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, রবিউল ইসলাম রবি, হুমায়ুন কবীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বেগম, মর্জিনা বেগম, শারমিন আক্তার আখি, এস এম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল আলম বাচ্চু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ খান, বিএনপি নেতা শামীম হাসান, এড. তাফসিরুজ্জামান, বাদশা জমাদ্দার, সৈয়দ নিয়ামত আলী, ফিরোজ মাহমুদ, যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, আরিফ মোল­া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান বেলাল, বাবুল শেখ, মহিতোষ ভট্টাচার্য, সুলতান মাহমুদ বাদশা, রউফুল হক মুকুল, আজিবুল­াহ শেখ, মোঃ সাজ্জাত হোসেন, শাহ জামান প্রিন্স, কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, জাহাঙ্গীর হালদার, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, টিটো জমাদ্দার, ইসরাইল বাবু, বিলাল শেখ,আসলাম লস্কর, মহিলা দল নেত্রী সেলিনা আক্তার, নাঈম আহমেদ,মাসুম সিদ্দিক, জাহিদুর রহমান, হাফিজুর রহমান, ছাত্রদল নেতা সংগ্রাম সরদার, ছাত্রদল নেতা রনি জমাদ্দার, ইউসুফ মলি­ক, ইমাম হাসান, সুমন, আবদুল­াহ জমাদ্দার, মাহমুদুল হাসান, সাজ্জাত মলি­ক, আজিজুল ইসলাম, রাতুল ইসলাম, বোরহান উদ্দিন, ফারুক আহমেদ, গোলাম রসূল, ইব্রাহিম শেখ, শরিফা ইয়াসমিন, সফর কাজী, রাকিব আহাদ,রাহাদ শেখ, ইসরাইল শেখ, আক্তার শেখ, আসাদ শেখ, মাহাবুর শেখ প্রমুখ।
তেরখাদা : তোমাদের কৃতিত্ব শুধু নম্বরের খাতায় সীমাবদ্ধ নয়, এটি সমাজের গর্ব। ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে হবে তোমাদেরই। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
সোমবার তেরখাদার শহিদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে সম্মাননা দেওয়া হয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠান সকাল থেকেই পরিণত হয় এক মিলনমেলায়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। উচ্ছ¡াস, অনুপ্রেরণা আর ভবিষ্যতের স্বপ্নে উদ্ভাসিত হয় গোটা আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিজেদের সৎ, মেধাবী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই হবে তোমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “এই সংবর্ধনা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জীবনের নতুন পথে পা রাখার প্রেরণা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোঃ সোহাগ মুন্সি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শামীম আহমেদ রমিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহŸায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল­া খাইরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, চৌধুরী কওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রনু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এফ এম হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল­া মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোল­া হুমায়ুন কবিরসহ অনেকেই।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক প্রাণবন্ত পরিবেশ, সম্মান আর আশাবাদের ছোঁয়া। শিক্ষার্থীদের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস; তাঁদের কণ্ঠে উচ্চারণÑ“আমরাই গড়বো নতুন বাংলাদেশ।”

্রিন্ট

আরও সংবদ