খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

পাইলট তৌকির ইসলামকে কুর্মিটোলায় শেষ বিদায়

খবর প্রতিবেদন |
০২:০২ পি.এম | ২২ জুলাই ২০২৫


ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

ফিউনারেল প্যারেড হলো সামরিক বা আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা।

সাধারণত কোনো সামরিক কর্মকর্তার মৃত্যুর পর এটি অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের পর আহত পাইলটকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিকেল পৌনে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলে, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

্রিন্ট

আরও সংবদ