খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ক্যাম্পাস থেকে সরানো হলো শিক্ষার্থীদের, অতিরিক্ত পুলিশ মোতায়েন

খবর প্রতিবেদন |
০৩:৪৮ পি.এম | ২২ জুলাই ২০২৫


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় ভেতরে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টাকে নিরাপদে বের করে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ৩টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থীদের সরিয়ে দেন শিক্ষককেরা। এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মাঠে ও বিভিন্ন ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন দাবি আদায়ে স্লোগান দেন।

শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হলেও তারা বিভিন্ন ফটকের সামনে অবস্থান নিয়েছে।

এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বর্তমানে কলেজেই অবস্থান করছেন। তাঁরা বেলা ১১ টাকা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়ে পরেন। তাদের নিরাপদে বের করতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ