খুলনা | বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২

ঝিকরগাছায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাতের কব্জি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৭ এ.এম | ২৩ জুলাই ২০২৫


যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা আরাফাত লালটু (৩২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে চান্দেরপোল মোড়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। লাল্টু নাভারণ ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও চান্দেরপোল গ্রামের মতলেব হোসেনের ছেলে।  
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের নেতৃত্বে সোহাগ ডাক্তার, রশিদ ও রেজা দেশীয় অস্ত্র দিয়ে লাল্টুকে কুপিয়ে আহত করে। তার মাথা ও ঘাড়েও জখম করা হয়। বাঁচাতে গেলে তার বাবা ও ভাইকেও মারধর করে হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় লাল্টুকে যশোর জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা রেফার করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী জানান, হামলাকারীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। লাল্টু এসবের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার শিকার হয়েছেন।
ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, পূর্ব শত্র“তার জেরেই হামলা হয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
 

্রিন্ট

আরও সংবদ