খুলনা | বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ ৬ দফা দাবিতে যশোর শিক্ষাবোর্ড ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৮ এ.এম | ২৩ জুলাই ২০২৫


শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ ৬ দফা দাবিতে যশোর শিক্ষাবোর্ড ঘেরাও করে বিক্ষোভ করে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১টার দিকে তারা বোর্ডের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে। পরে বোর্ড চেয়ারম্যান তাদের দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বোর্ড ছাড়েন।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা হলেও এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হয়ে এইচএসসি পরীক্ষার্থীরা যশোর শিক্ষাবোর্ডে জড়ো হন। এসময় তারা মুহুর্মুহু শ্লোগানে বোর্ড চত্বর প্রকম্পিত করে তোলেন। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারাও তাদের শান্ত করার চেষ্টা করেন।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মাইলস্টোন স্কলু এন্ড কলেজ বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা হলেও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি।  বিভিন্ন মহলের সমালোচনার পর রাত ৩টায় পরীক্ষা স্থগিত করা হয় এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তা আজ পরীক্ষা শুরুর দুই ঘন্টা আগে নোটিশ হিসেবে জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন দায়িত্বহীন আচরণ অগ্রহণযোগ্য। 
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হলে রাজপথে নামবেন তারা।
এ সময় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বোর্ড ছাড়েন।

্রিন্ট

আরও সংবদ