খুলনা | বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২

চালুর দাবিতে বিশিষ্ট নাগরিকদের সভা

কুয়েট পাঁচ মাস বন্ধ থাকায় সেশন জটের সৃষ্টি হচ্ছে

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ২৩ জুলাই ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়-কুয়েট পাঁচ মাস বন্ধ থাকায় সেশন জটের সৃষ্টি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। কুয়েটের সংকট নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, ইউজিসি ও শিক্ষা মন্ত্রনালয়ের সমম্বিত উদ্যোগ দরকার। অন্যথায় ৫  হাজার ৭০০ শিক্ষার্থীর জীবনের অন্ধকার নেমে আসবে।  
মঙ্গলবার বেলা ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিশিষ্ট নাগরিকদের এক সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আয়কর আইনজীবী সমিতির সভাপতি এড. খান মনিরুজ্জামান। 
আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী এড. মোমিনুল ইসলাম, ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, মিজানুর রহমান বাবু, এস এম সোহরাব হোসেন, এড. মির্জা নুরুজ্জামান, ক্রীড়া সংগঠক জি এম রেজাউল ইসলাম, মোঃ জামাল হোসেন মোড়ল, এড. মোঃ আজিজুর রহমান, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, এস এম রাশেদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান এড. এবিএম আলমগীর এড. মোস্তাফিজুর রহমান তুহিন, এড. মোঃ জোবায়ের শেখ প্রমুখ।
সভায় বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র সমাজের এতবড় বিজয় অর্জনের পর উদ্যোগের অভাবে খুলনার ইঞ্জিনিয়ারিং শিক্ষা অন্ধ্যকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। রাজনীতিকদের পক্ষ থেকেও কোন উদ্যোগ নেই। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হলেও ইতিবাচক দিক লক্ষ্য করা যাচ্ছে না। ৪৬৬ জন শিক্ষক ও ৪ শতাধিক কর্মচারীর মধ্যেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে নানাবিধ দাবি উপস্থাপন করা হয়েছে, কিন্তু সংকট নিরসন হচেছ না। অবিলম্বে কুয়েটে শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শনিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা নামে একটি কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক মনোনীত হয়েছেন আয়কর আইনজীবী সমিতির সভাপতি এড. খান মনিরুজ্জামান। একই দাবিতে আগামী সপ্তাহে স্মারকলিপি প্রদান, সংশ্লিষ্টদের সাথে বৈঠক ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে। 
 

্রিন্ট

আরও সংবদ