খুলনা | বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২

যশোরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:৩২ এ.এম | ২৩ জুলাই ২০২৫


বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কার একই গ্রামের হোসেন কবিরাজের ছেলে। এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী ঘটনার সাথে জড়িত অভিযোগে একই গ্রামের নির্মল কুমার সরকার (৪৫) ও তার স্ত্রী সরস্বতী সরকারকে (৪০) পাকড়াও করে। এরপর তাদের মারধর করে পুলিশে দিয়ে দেয়া হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আবু বক্কার পাওনা টাকা আদায়ের জন্যে একই এলাকার নির্মল কুমার সরকারের (৪৫) বাড়িতে যান। আবু বক্কার তাদের কাছে মুরগি বিক্রি করেছিল। সেই মুরগি বিক্রির পাওনা টাকা চাইতে। ওই সময় তার সঙ্গে নির্মলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নির্মল ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে আবু বক্কার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও আবু বক্কারের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আবু বক্কারের প্রতিবেশী মিলন হোসেন বলেন, আবু বক্কার সম্পর্কে আমার দাদা হন। ঘটনার সময় আমি বাজারে ছিলাম। মারধরের কথা জানতে পেরে বাড়ি গিয়ে দেখি দাদা বেশ অসুস্থ। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, বাকি টাকা আদায় করতে গিয়ে লাঠির আঘাতে আবু বক্কার নামে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্যে নির্মল কুমার ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। 

্রিন্ট

আরও সংবদ