খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

সেরা দশে মুস্তাফিজ, তানজিদ-জাকেরদের লম্বা লাফ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:২০ পি.এম | ২৩ জুলাই ২০২৫


পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয় এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই সিরিজে পারফরম্যান্স করে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ১৭ ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন সেরা দশে।

তিনি যৌথভাবে ভারতের আর্শদীপের সঙ্গে ৯ নম্বরে অবস্থানে রয়েছেন। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন উইকেট নিয়ে গড়ে মাত্র সাত রান খরচ করেন মুস্তাফিজ। উন্নতি করেছেন শেখ মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন।

নয় ধাপ এগিয়ে এখন রয়েছেন ১৬তম স্থানে। চলমান সিরিজে তিনি তিন উইকেট নিয়েছেন, এর মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন তিনি। ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে রিশাদ হোসেন, ১ ধাপ এগিয়ে ২৭ নম্বরে তাসকিন আহমেদ, ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে তানজিম সাকিব। একই রেটিং পেয়ে তার সঙ্গে কুলদীপ যাদব।

৪ ধাপ পিছিয়েছেন হাসান মাহমুদ। তিনি আছেন ৪০ নম্বরে। শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন। এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। তিনি ৩৭ নম্বরে উঠে এসেছেন। আরেক ব্যাটার তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন। তার সঙ্গী কুইন্টন ডি কক।

এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি আছেন ৪৫ নম্বরে। ১৭ এগিয়েছেন ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ২২ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৬৩ নম্বরে উঠে এসেছেন। ৬ ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে নেমে গেছেন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত।

এদিকে, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মাত্র দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে পৌঁছেছেন। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ৬৭০ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার-সেরা দশম স্থানে উঠে এসেছেন, তিনি চার ধাপ এগিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফর্মে না থাকলেও প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও তিন ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন, তার রেটিং পয়েন্ট ৫৯২।

অন্যদিকে, ক্যামেরন গ্রিনও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আট ধাপ উন্নতি করে এখন ২৮তম অবস্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তার ম্যাচ জয়ী হাফ সেঞ্চুরিতে এই উন্নতি করেছেন তিনি।

্রিন্ট

আরও সংবদ