খুলনা | শুক্রবার | ২৫ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২

যশোরে ঘড়ি ব্যবসার নামে প্রতারণা দুইজনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩০ এ.এম | ২৪ জুলাই ২০২৫


যশোরে বিদেশি ঘড়ি ব্যবসার নামে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই প্রতারকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। অভিযুক্তরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মৃত ফরিদ মোল­ার ছেলে কামরুল ইসলাম ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার রংপুর গ্রামের মৃত শেখ চান মিয়ার ছেলে শেখ নুরুল ইসলাম।  
মামলার অভিযোগে জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি শার্শার উলশী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সঙ্গে পরিচয় হয় আসামিদের। তারা নিজেদের সরকারি খাল খননের ঠিকাদার পরিচয় দিয়ে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। পরে যশোরের চাঁচড়া এলাকার একটি ভাড়া বাড়িতে নিয়ে সাখাওয়াতকে ঘড়ি ব্যবসার পার্টনার হওয়ার প্রস্তাব দেয় এবং নানা প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে ১৭ লাখ টাকা নেয়।
২১ জানুয়ারি সাখাওয়াত হোসেন ভাড়া বাসায় গিয়ে কাউকে না পেয়ে ডিবি পুলিশকে জানান। পরে ডিবির এসআই রাজেশ কুমার দাসের নেতৃত্বে অভিযানে দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় কোতোয়ালি থানায় প্রতারণা মামলা হয়। তদন্ত শেষে আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা এসআই রাজেশ কুমার দাস। চার্জশিটে ওই দু’জনকেই আটক দেখানো হয়েছে।  

্রিন্ট

আরও সংবদ