খুলনা | শুক্রবার | ২৫ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২

যশোরে যুবকের ওপর হামলা ও ছিনতাই, জেলা পরিষদের কর্মকর্তার ছেলের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩০ এ.এম | ২৪ জুলাই ২০২৫


যশোর শহরের জেলা পরিষদ এলাকায় এক যুবকের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল, স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার ছেলে স্বাধীন। এ ঘটনায় ভুক্তভোগী নীলগঞ্জ সাহাপাড়ার বাসিন্দা তৌহিদুল ইসলাম শিপন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে স্বাধীন জরুরি কথা বলার কথা জানিয়ে শিপনকে জেলা পরিষদ এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে স্বাধীনসহ আরও চার-পাঁচজন তাকে ঘিরে ধরে মারধর করেন। একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকার দুই ভরি পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন, মানিব্যাগে থাকা ৪ হাজার ৩০০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে তা চালিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। শিপনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।
শিপন আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেও স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার সম্ভব হয়নি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্বাধীন। তিনি পাল্টা অভিযোগে বলেন, শিপন আগে তাকে ফোনে গালিগালাজ করেন এবং ঘটনাস্থলে তার সঙ্গে কথা কাটাকাটি ও মারামারি হয়। তার দাবি, চিৎকার করলে শিপন ও তার সহযোগীরা একটি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান,ঘটনার পর জেলা পরিষদ এলাকা থেকে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিপন ও স্বাধীন আগে একসাথে চলাফেরা করতেন। বর্তমানে তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  
 

্রিন্ট

আরও সংবদ