খুলনা | শুক্রবার | ২৫ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২

ফলোআপ : তালার শাহাপুরে দু’টি হত্যার ঘটনায় পৃথক দু’টি মামলা, গ্রেফতার নেই

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ২৪ জুলাই ২০২৫


তালার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকান্ড ও পিটিয়ে হত্যার ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। নিহত মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজী (৩৮) ছিলেন তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আলিমুদ্দিন গাজীর পুত্র। অপর দিকে নিহত রিয়াজুল ইসলাম রাজু (৩৬) শাহাপুর গ্রামের খোকন গাজীর পুত্র।
থানা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দু’টি হত্যাকান্ড সংঘটিত হয়। শিক্ষক হত্যাকান্ডের ঘটনায় গত ২১ জুলাই নিহতের ভাই মুকিত গাজী বাদী হয়ে শাহাপুর গ্রামের রিয়াজুল ইসলাম রাজুর (৩৬) কে আসামি করে হত্যা মামলা দায়ের করেন (নং-৯,তাং-২১/০৭/২৫)।  
অপর দিকে নিহত রিয়াজুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় গত ২২ জুলাই তার মা ফজিলা বেগম অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন (নং-১০, তাং-২২/০৭/২৫)। 
দু’টি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হলেন তালা থানার এস আই আমিরুল ইসলাম। পুলিশ জানায়, শিক্ষক হত্যা মামলায় একজন আসামি তিনি নিহত হয়েছেন। অপর হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি থাকায় তদন্ত অব্যাহত আছে কাউকে সনাক্ত করা বা গ্রেফতার করা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানায়, রিয়াজুল ইসলাম রাজু মাদ্রাসার দুই শিক্ষার্থীর সঙ্গে অশোভনীয় আচরণ করছিল। এ সময় প্রতিবাদ জানাতে গেলে প্রধান শিক্ষক শরিফুল গাজীকে বেঞ্চের চৌকাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেন। এই ঘটনার পর গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং রিয়াজুল ইসলাম রাজুকে পিটিয়ে হত্যা করে।

্রিন্ট

আরও সংবদ