খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট

মনির ফুটবল একাডেমি কোয়ার্টার ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫৩ এ.এম | ২৪ জুলাই ২০২৫


রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তম দিনে এফসি ইউনাইটেড একাডেমিকে উড়িয়ে দিয়ে মনির ফুটবল একাডেমি কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। খেলায় (১-০) গোলে মনির ফুটবল একাডেমি, খুলনার এফসি ইউনাইটেড একাডেমিকে পরাজিত করে। 
বুধবার বিকেলে নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৈহাটী স্পোর্টিং ক্লাব আয়োজিত ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় খেলা অনুষ্ঠিত হয়।  প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় মনির ফুটবল একাডেমির তানভির (জার্সি নং১৭) এর দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নিয়ে যায়। 
খেলা পরিচালনা করেন রেফারি ছিলেন সুমন রাজু, সাইফুল ইসলাম, কামরুল আজম (বাবু), চতুর্থ রেফারি জামাল মোল­া।  
আজকের খেলা (২৪ জুলাই) : রূপসার নৈহাটী স্পোর্টিং ক্লাব, শিরোমনির রূপক ফুটবল একাডেমি মুখোমুখি হবে।

 

্রিন্ট

আরও সংবদ