খুলনা | শুক্রবার | ২৫ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২

২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

মাইলস্টোনের আকাশও যেন শোকে নত, উড়োজাহাজ উড়লেই কাঁপছে বুক

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ২৪ জুলাই ২০২৫


ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পুরো দেশ এখন শোকে কাতর। শোকের এ ছায়া পড়েছে বিশ্বের নানা প্রান্তেও। এতগুলো কোমলমতি শিশুর প্রাণ অকালে ঝরে যাওয়া কেউ মানতে পারছে না। সন্তান কিংবা স্বজনহারা পরিবারগুলোও শোকে স্তব্ধ। তাদের বুকের ওপর এখন কেবলই কান্নার জমাট পাথর।
এর অগে গত সোমবার দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যারা হতাহত হয়েছে তাদের বেশির ভাগই ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ওইদিন স্কুল ছুটির পরপরই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। যেখানে জীবন থেকেই ছুটি নিয়ে অনন্তযাত্রায় শামিল হয় অনেক বাবা-মায়ের বুকের প্রাণপাখিরা।
সরেজমিনে মাইলস্টোন ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, পুরো আঙিনায় সুনসান নীরবতা। চারপাশের বাতাসে যেন বোবা কান্না। নেই ছোট ছোট ফুলকলিদের ছোটাছুটি আর কোলাহল। মাইলস্টোনের আকাশও যেন শোকে নত হয়ে আছে ক্যাম্পাসের সবুজ ঘাসের ওপর। প্রধান ফটকটিও বন্ধ। পুরো শিক্ষাঙ্গন স্তব্ধতায় মোড়ানো।
মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিফাত। ভয়াবহ এ দুর্ঘটনা থেকে নিজে বেঁচে গেলেও সেও হারিয়েছে অনেক চেনা মুখ। কথা বলতে বলতে বারবার মাথা নিচু করে রাখা সিফাত যেন নিজেকেই সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজছিল।
‘এটা মেনে নেওয়া কঠিন। আমার অনেকেই পরিচিত ছিল। আমার মায়ের সঙ্গেও অনেক সহপাঠীর মায়ের সম্পর্ক ছিল। কী থেকে কী হয়ে গেল, কিছুই বুঝে উঠতে পারছি না’-সংবাদ মাধ্যমকে বলছিল সিফাত।
২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু : উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। এ দিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

্রিন্ট

আরও সংবদ