খুলনা | বুধবার | ০৬ অগাস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২

নগর জামায়াতে ইসলামীর সেমিনারে বক্তারা

জুলাই বিপ্লবের মাধ্যমে একটি বৈষম্যহীন মানবিক ও সুন্দর বাংলাদেশ পাওয়া গেছে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ২৪ জুলাই ২০২৫


আমাদের দেশের ইতিহাস, বিকৃতির ইতিহাস। দেশের ইতিহাস অনেকে যার যার মতো করে রচনা করেছেন-এমন মন্তব্য করে বক্তারা বলেছেন, ‘আমরা এখনো পরিপূর্ণভাবে ইতিহাস রচনা করতে পারিনি। জুলাই আন্দোলনে আহতরা এখন হতাশায় পড়ে যাচ্ছেন। এ সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে যাওয়া দরকার।’ বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সুন্দর বাংলাদেশ পাওয়া গেছে। যেকোনো অসঙ্গতিপূর্ণ কাজে শহিদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তকে অপমান করা হবে। 
বুধবার বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, প্রত্যাশা ও প্রাপ্তি : বিজয়ী প্রজন্মের মনস্তত্ব” শীর্ষক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় প্রধান অতিথির আলোচনা করেন  বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতক বিশ্লেষক ও গবেষক ড. ফয়জুল হক। 
প্রধান আলোচকের বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর এ কে এম আওরঙ্গজেব। শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী সভাপতি মোঃ আরাফাত হোসেন মিলন। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা সরকারি টিসার্চ ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ ফেরদৌস হোসেন। জুলাইয়ের গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাবিল ও রাসেলসহ অন্যান্য শিল্পিবৃন্দ। 
সেমিনারে খুলনা মহানগরীর শহিদ সাকিব রায়হানের গর্বিত পিতা আজিজুর রহমান, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, আজিজুল ইসলাম ফারাজী, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা শেখ মোঃ অলিউল­াহ, মাওলানা শাহরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোল­া আলমগীর, মীম মিরাজ হোসাইন, এড. শফিকুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ