খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবলের অষ্টম দিনে রূপক ফুটবল একাডেমি জয়ী

ক্রীড়া প্রতিবেদক |
১২:২১ এ.এম | ২৫ জুলাই ২০২৫


রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের অষ্টম দিনে শিরোমনির রূপক ফুটবল একাডেমি (৬-৫) নৈহাটী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে  নৈহাটী স্পোর্টিং ক্লাব আয়োজিত ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় খেলা অনুষ্ঠিত হয়। 
খেলায় প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় শিরোমনির রূপক ফুটবল একাডেমির খেলোয়াড় (জার্সি নং-৯) প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় নৈহাটী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় হৃদয় (জার্সি নং-৭) গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। নির্ধারিত সময়ে (১-১) গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে (৬-৫) গোলে রূপক ফুটবল একাডেমি, নৈহাটী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। 
আজকের খেলা : এনএনএসকে একতা সংঘ, খুলনা ফুটবল একাডেমির মুখোমুখি হবে।
 

্রিন্ট

আরও সংবদ