খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক |
১২:২৪ এ.এম | ২৫ জুলাই ২০২৫


নগরীর দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৫ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রতিষ্ঠানের হাজী শেখ আব্দুর রশিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । 
প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলী। মাদ্রাসার শিক্ষক ও অতিথিবৃন্দ বক্তৃতা করেন। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের প্রতি আদর্শ জীবন গঠনের আহŸান জানান এবং ভবিষ্যতে দেশসেবায় আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগান। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক স্বীকৃতি তাদের জীবনের স্মরণীয় মুহূর্তে পরিণত হয়। সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের অব্যাহত সাফল্য কামনা ও দোয়া মোনাজাত করেন। উলে­খ্য, এ বছর দাখিল পরীক্ষায় ফলাফলে বিভাগে শীর্ষ স্থান দখল করেছে।

 

্রিন্ট

আরও সংবদ