খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

খুলনায় নবনিযুক্ত কর কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ২৫ জুলাই ২০২৫


খুলনায় নতুন কর কমিশনার হিসাবে যোগদান করেছেন ১৮তম বিসিএস ট্যাক্সসেশনের কর্মকর্তা শেখ মোঃ মনিরুজ্জামান। বৃহস্পতিবার খুলনা কর কমিশনারের কার্যালয়ে খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খান মনিরুজ্জামান ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ অন্যান্য সিনিয়র আইনজীবীবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।  
সৌজন্য সাক্ষাতকালে কর কমিশনার বলেন, বিগত কর বছরে যেসব করদাতা শূন্য  রিটার্ন দাখিল করেছেন তাদের উপর বেশি নজরদারি করবেন। কর যোগ্য  আয় থাকা সত্তে¡ও যেসব করদাতা কর এড়িয়ে চলছেন তাদের উপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করবেন। 
কর আইনজীবী সমিতির সভাপতি বলেন, কর আহরণের ক্ষেত্রে  বার ও বেঞ্চের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে সেজন্য আমরা সচেষ্ট থাকবো। তাছাড়া বিগত বছরের অডিট মামলা, আপিল মামলা ও ট্রাইবুনাল মামলা যেন দ্রুত  নিষ্পত্তি করা যায় সে বিষয়ে তিনি কর কমিশনারকে  অভিহিত করেন। 
সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এম হারুন অর রশিদ, এস এম শাহনেওয়াজ আলী, হারুন অর রশিদ হেলাল, নজরুল ইসলাম হাওলাদার প্রমুখ। কার্যনির্বাহী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান, মোঃ মুজিবুর রহমান, এবিএম মোস্তফা জামান, মোহাম্মদ সাঈদ আহমেদ, এস এম জি নেওয়াজ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ