খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

যশোর জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ড দখল নিয়ে নারী কর্মীকে মারধর

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪১ এ.এম | ২৫ জুলাই ২০২৫


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ডের দখল নিয়ে দু’পক্ষের বিরোধে চামেলী আক্তার পাখি (২৫) নামে এক নারী কর্মী মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  
আহত পাখি যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের নওশের আলী গাজীর মেয়ে। তিনি কথিত শাহজালাল ফিজিওথেরাপি সেন্টারের কর্মী। তিনি জানান, এক রোগীকে দেখতে গিয়ে কথিত মেঘলা ফিজিওথেরাপির মালিক দাবিদার গোলাম রসুলের হামলার শিকার হন। পাখিকে উদ্ধার করে সহকর্মীরা জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার মা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম রসুল বলেন, ওয়ার্ডে কাজ করতে গেলে পাখি খারাপ আচরণ করায় তাকে মারতে বাধ্য হই। তিনি আরও দাবি করেন, হাসপাতালের এক কর্মচারীর মাধ্যমে তিনি ওয়ার্ড ব্যবহারের অনুমতি নিয়েছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন ওয়ার্ডে কথিত কয়েকটি ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের দখলদারিত্ব রয়েছে। পুরুষ-মহিলা বিভিন্ন ওয়ার্ড নির্দিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে ভাগ করা রয়েছে। এ দখল নিয়ে প্রায়ই বিরোধ দেখা দেয়। এসবের নেপথ্যে হাসপাতালেরই এক কর্মচারী মুছা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ হোসাইন সাফায়েত বলেন, আমি আগেও এসব কথিত ফিজিওথেরাপি কর্মীদের নিষেধ করেছি। এবার পুলিশকে বলেছি কড়া পদক্ষেপ নিতে। কাউকে হাসপাতালে এসে এভাবে কাজ করতে দেওয়া হবে না।

্রিন্ট

আরও সংবদ