খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

নগরীতে মহেশ্বরপাশা প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক |
১২:৪২ এ.এম | ২৫ জুলাই ২০২৫


নগরীর মহেশ্বরপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলিগেটস্থ প্রতিষ্ঠানে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা সদর থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার ও জেলা শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন শেষে মোনাজাত করা হয়। দ্বিতল বিশিষ্ট এ ভবনটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা। ভবন নির্মাণের কাজটি বাস্তবায়নে রয়েছে এলজিইডি।
 

্রিন্ট

আরও সংবদ