খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও শিল্প কারখানা চালুর দাবিতে গণসংহতির পদযাত্রা ২৮ জুলাই

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ২৫ জুলাই ২০২৫


বন্ধকৃত ২৬টি রাষ্ট্র্রীয় পাটকল, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড মিলসহ খুলনার শিল্প কলকারখানা চালু এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্র্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে আগামী ২৮ জুলাই সোমবার জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই পদযাত্রা খালিশপুর গোল চত্বর থেকে বিকেল ৪টায় শুরু হবে এবং শেষ হবে নগরীর শিববাড়ি মোড়ে এসে। 
পদযাত্রার সমাপ্তির পর সমাবেশ অনুষ্ঠিত হবে। এই পদযাত্রা ও সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু ও মনির উদ্দীন পাপ্পু। এই পদযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল।

্রিন্ট

আরও সংবদ