খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

রূপসা প্রেসক্লাবে নয়া উপজেলা নির্বাহী অফিসার

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে

রূপসা প্রতিনিধি |
০১:৫৮ এ.এম | ২৫ জুলাই ২০২৫


রূপসা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পারে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এজন্য পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই। তিনি বলেন, হলুদ সাংবাদিকতা একটি রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দেয়। যার কারণে সঠিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। তিনি রূপসা উপজেলাকে সুন্দরভাবে সাজাতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশার পাশাপাশি রূপসা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের প্রতিশ্র“তি ব্যক্ত করেন।  
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াজ শেখ, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আনোয়ার হোসেন ও ইউপি সদস্য রেশমা আক্তার। রূপসা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিকের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আখতার খান, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাংগঠনিক সম্পাদক এমডি আলিদ শেখ, দপ্তর সম্পাদক শেখ মোঃ হামিদুল হক, প্রচার সম্পাদক তুরান মলি­ক, নির্বাহী সদস্য মোঃ আব্দুল কাদের, সদস্য আবু হারুন আর-রশিদ, তৌহিদুল ইসলাম কচি, চিত্তরঞ্জন সেন, আশিকুজ্জামান বাবু, বেনজির হোসেন, চন্দন ভট্টাচার্য্য, হাসানুজ্জামান মনি, নাঈমুজ্জামান শরীফ, আব্দুস সালাম। অনুষ্ঠান শেষে অনলাইন নিউজ পোর্টাল বঙ্গ নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতাসহ সাংবাদিকবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ